হিলিতে মহিষের মাংস-পেঁয়াজ বাজেয়াপ্ত


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 13-08-2023

হিলিতে মহিষের মাংস-পেঁয়াজ বাজেয়াপ্ত

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ১ মেট্রিক টন মহিষের মাংস ও ২৫ টন পেঁয়াজ বাজেয়াপ্ত করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (১৩ আগস্ট) হিলি কাস্টমস উপ-কমিশনার মো. বায়োজিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

এই কর্মকর্তা বলেন, ‘গত ১০ মে কোয়ারেন্টাইনের শর্তভঙ্গ করে শিল্প কাজে ব্যবহারের জন্য ১ মেট্রিক টন মহিষের মাংস ও ২৫ টন পেঁয়াজ আমদানি করেছিল ঢাকার সাভারের মেডলাইফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। কোয়ারেন্টাইন সনদ না থাকায় আমরা পণ্য দুটি জব্দ করি। পরে আমদানিকারক প্রতিষ্ঠান উচ্চ আদালতে যায়। গত ২৯ জুলাই পণ্য দুটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন উচ্চ আদালত।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com