অষ্টম শ্রেণি পাসে এলজিইডিতে চাকরি


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-01-2023

অষ্টম শ্রেণি পাসে এলজিইডিতে চাকরি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৯৮ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৩।

পদের সংখ্যা : ২৯৮টি

পদের নাম : অফিস সহায়ক

পদ সংখ্যা : ১০৪টি

বেতন স্কেল : গ্রেড-২০ অনুযায়ী

যোগ্যতা : মাধ্যমিক বা এসএসসি পাস

পদের নাম : নিরাপত্তা প্রহরী

পদ সংখ্যা : ১৯৪টি

বেতন স্কেল : গ্রেড-২০ অনুযায়ী

যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস

বিস্তারিত ওয়েবসাইটে। আবেদন করতে ক্লিক করুন লিঙ্কে। 

বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-৫ নং পদের জন্য ৫০০ টাকা এবং ৬-১০ নং পদের জন্য ৩০০ টাকা। সভাপতি ও সদস্য সচিব, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, জামালপুর এর অনুকূলে যেকোনো ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার প্রেরণ করতে হবে।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com