আল হাজমের ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগ শুরু আজ


ক্রীড়া ডেস্ক , : 11-08-2023

আল হাজমের ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগ শুরু আজ

বিশ্বের তারকা ফুটবলারদের নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আল নাসর নেওয়ার পর থেকেই শুরু হয় তাদের তারকা কেড়ে নেওয়ার দৌড়। এরপর করিম বেনজেমাও নাম লেখান আল ইত্তিহাদে। তার বাইরে আরও অনেকেই পাড়ি দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।

সেই তারকাদের নিয়ে এবার মাঠে সৌদির পেশাদার লিগ। আজ(শুক্রবার) রাত ১২টায় আল আহিল সৌদি ও আল হাজমের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে সৌদি প্রো লিগ।

নতুন মৌসুম শুরুর আগে এক ডজনেরও বেশি ইউরোপিয়ান ফুটবলার পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। অপেক্ষায় আছেন ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানও। রোনালদোকে অনুসরণ করে রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমা আল ইত্তিহাদে নাম লেখান। বছরে আয় করবেন ৮১৬ কোটি টাকা।

তারপর ইংলিশ জায়ান্ট চেলসির চার ফুটবলার একসঙ্গে পাড়ি জমান সেখানে। যার মধ্যে তিনজনই আল নাসরে। এনগুলো কন্তে, কালিদু কুলিবালি ও হাকিম জিয়েচ সঙ্গী হন সিআরসেভেনের। এডুয়ার্ড মেন্ডি যুক্ত হন আল আহিলে।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ ধনী দেশটির আকর্ষনীয় প্রস্তাবে সাড়া দিয়ে একে একে সেখানে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা, জর্ডান হেন্ডারসন ও সাদিও মানের মত তারকারা। আর এ কারনেই হঠাৎ করেই ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর বাইরে গিয়ে ফুটবল বিশ্বকে সৌদি লিগের মত অচেনা একটি আসরের প্রতি মনোযোগী হতে হচ্ছে।

প্যারিসের স্কেমা বিজসেন স্কুলের স্পোর্টস ও জিওপলিটিক্যাল ইকনোমি বিভাগে অধ্যক্ষ সাইমন চাডউইক এএফপিকে বলেছেন, ‘সৌদি আরব ইংলিশ প্রিমিয়ার লিগের মত হতে চায়। তাদের প্রতি গণমাধ্যমগুলোও মনোযোগী হচ্ছে। আমার জানামতে অনেকেই এখন এমন প্রশ্নও করছে, কোথায় তারা এই সৌদি লিগের ম্যাচগুলো দেখতে পারবে।’

সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির অর্থনীতিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। বিশ্ব যেখানে অন্য জ্বালানীর উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেখানে সৌদি যুবরাজ বুঝতে পারেন তাদের শুধুমাত্র তেলের উপর নির্ভর করে থাকলে চলবে না।

সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম জনপ্রিয় দৈনিক আল রিয়াদের প্রধান সম্পাদক মকবেল আল-জাবনি বলেছেন, ‘যুবরাজ চাইছেন পেশাদার ফুটবলকে মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের একসঙ্গে ছড়িয়ে দিতে।’

জানুয়ারিতে রিয়াদের ক্লাব আল নাসরে রোনালদো আসার পর থেকে সৌদি লিগের অন্য শীর্ষ ক্লাবগুলো নড়েচড়ে বসে। সবগুলো ক্লাবই আকর্ষণীয় মূল্যে ইউরোপের শীর্ষ খেলোয়াড় ও কোচদের একের পর এক প্রস্তাব দিতে থাকে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]