এশিয়া কাপের অধিনায়ক সাকিব


ক্রীড়া ডেস্ক , : 11-08-2023

এশিয়া কাপের অধিনায়ক সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে গত ৩ আগস্ট জরুরি বৈঠক শেষে স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো ও এশিয়া কাপও না খেলার ঘোষণা দেন ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগ -মুহূর্তে এসে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংকট নিরসনে অবশ্য খুব একটা সময় নেয়নি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। তামিম নেতৃত্ব ছাড়ার সপ্তাহ খানেক পরেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। এশিয়া ও বিশ্বকাপে টাইগাদের নেতৃত্ব দেবে সাকিব আল হাসান।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গুলশানের বাসভবনে সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি। নাজমুল অধিনায়কের নাম ঘোষণা করে জানান আগামীকাল দল ঘোষণা করা হবে।

বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com