সাজেকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক


বান্দরবান সংবাদদাতা , : 11-08-2023

সাজেকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক

জেলার দিঘীনালা থেকে সাজেকের পথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। 

টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যাওয়ায় ও পাহাড় ধসের কারণে গত তিন দিন ধরে ৪৭৫ জন পর্যটক সাজেকে আটকা পড়েন। পানি নেমে যাওয়ার পর সেনাবাহিনী ও সড়ক ও জনপথ বিভাগের লোকজন রাস্তার ওপর পড়ে থাকা গাছপালা অপসারণ এবং মাটি সরানোর পর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। নিরাপদে ফিরে আসে পর্যটকবাহী গাড়ি।

সাজেক রাংগামাটি জেলার একটি বৃহৎ ইউনিয়ন। সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা হয়ে। পাহাড় কেটে রাস্তা তৈরি হওয়ায় টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ভেংগে রাস্তায় পড়ার কারণে বর্ষা মৌসুমে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে । 

এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে রাখায় তাদের কোনো সমস্যা হয়নি। এতে পর্যটকরাও খুশি ।

খাগড়াছড়ি জীপ মালিক সমিতির লাইনম্যান মো. আলম বলেন, ‌‘সাজেকের পথে রাস্তাঘাট মেরামত করে স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি থেকে বেশ কয়েকটি গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সাজেক থেকেও ছেড়ে এসেছে পর্যটকবাহী গাড়ি।’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]