বসুন্ধরায় উন্মুক্ত ওয়ানডে বিশ্বকাপ ট্রফি


ক্রীড়া ডেস্ক , : 09-08-2023

বসুন্ধরায় উন্মুক্ত ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের তিন দিন শেষ দিন আজ (৯ আগস্ট)। শেষদিনে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে বিশ্বকাপের ট্রফিটি। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে ৯ ঘণ্টা জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকছে ট্রফিটি।

নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশ ছাড়বে বিশ্বকাপের ট্রফিটি।

এর আগে শ্রীলঙ্কা থেকে গত রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছায় ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটি। পরদিন সোমবার (৭ আগস্ট) বিকালে ট্রফিটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ফটোসেশনের জন্য নেওয়া হয়।

গর্বের পদ্মা সেতুতে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে পরদিন ৮ আগস্ট ট্রফি আসে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বিশ্বকাপ ট্রফিটি মিরপুরে মূল মাঠে প্রদর্শন করা হয়।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com