উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে ধানের বীজতলাসহ ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ২০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী ও মির্জাপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ১৮ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৮ সেন্টিমিটার, বংশাই নদীর মধুপুর পয়েন্টে ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এসব নদ-নদীর পানি বৃদ্ধির কারণে জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। ফলে ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে। দিশেহারা হয়ে পড়ছেন ভাঙন কবলিত মানুষ।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন বলেন, ‘যমুনা নদীসহ টাঙ্গাইলের ছোটবড় সব নদ-নদীর পানি কমতে থাকলেও গত দু’দিন ধরে টানা বৃষ্টির কারণে নদীতে ব্যাপকহারে পানি বৃদ্ধি পেয়েছে। আশা করছি পানি দ্রুত কমে যাবে।’
ঢাকা বিজনেস/এমএ/