মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি , : 07-08-2023

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়িতে চার্জ দিতে গিয়ে ইয়াছিন মামুন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) উপজেলার মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। 

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, 'সংসারের খরচ যোগাতে পড়াশোনার পাশাপাশি টমটম চালাতো শিক্ষার্থী ইয়াছিন মামুন। দুপুরে টমটম গাড়িতে চার্জ দিতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।' 

নিহত ইয়াছিন মামুন মহেশখালী পৌরসভার কলেজ পাড়া এলাকার রফিকের ছেলে। সে গোরকঘাটা লিডারশীপ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। 

ওসি প্রণব চৌধুরী আরও বলেন, 'এঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।'

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com