রুশ ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক , : 05-08-2023

রুশ ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা

কৃষ্ণসাগরে রাশিয়ার একটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় ট্যাঙ্কারটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। শনিবার (৫ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় ১১ ক্রু সদস্য নিয়ে একটি রাশিয়ান ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত  হয়েছে।

এই বিষয়ে ইউক্রেন প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে ইউক্রেনের নিরাপত্তা সেবার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে একটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে।

নেভাল ড্রোন, বা সামুদ্রিক ড্রোন হল ছোট, মনুষ্যবিহীন জাহাজ যা জলের পৃষ্ঠের উপর বা নীচে কাজ করে। বিবিসি ভেরিফাইয়ের গবেষণা বলছে ইউক্রেন সামুদ্রিক ড্রোন দিয়ে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

এর আগে শুক্রবার ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার অন্যতম বড় একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কৃষ্ণসাগরে রুশ নৌঘাঁটিতে জাহাজটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হলে তাতে আগুন ধরে যায়। 

ঢাক বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]