৫ দিন ধরে সাগরে ভাসতে থাকা ১১ জেলে উদ্ধার


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 04-08-2023

৫ দিন ধরে সাগরে ভাসতে থাকা ১১ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে ভাসে থাকা এমভি জোনায়েদ ফিশিং ট্রলারের ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তাদের বঙ্গোপসাগরের জে-ফোড পয়েন্ট  থেকে উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

আব্দুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা জানতে পারি ‘এমভি জোবায়েদ’ নামক একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে জে-ফোড পয়েন্টের কাছাকাছি ভাসছে। গত ২৯ জুলাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে ১১ জন জেলেসহ ওই ফিশিং ট্রলারটি  সমুদ্রে যাত্রা করে। ৩০ জুলাই সকাল  ৯টায় দিকে ইঞ্জিন বিকল হয়ে পড়লে ফিশিং ট্রলারটি সাগরে ভাসতে থাকে।’

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন , ‘শুক্রবার কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর)  উদ্ধারকারী দল অভিযান চালিয়ে ফিশিং ট্রলার ও ১১ জন জেলেকে নিরাপদে দুবলা স্টেশনে নিয়ে আসে। তাদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]