জীবন শাহাদাতের ‘নেমপ্লেট’ যাচ্ছে দুর্গাপুর চলচ্চিত্র উৎসবে


বিনোদন ডেস্ক , : 04-08-2023

জীবন শাহাদাতের ‘নেমপ্লেট’ যাচ্ছে দুর্গাপুর চলচ্চিত্র উৎসবে




সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৮ম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এ প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে  চলচ্চিত্র নির্মাতা জীবন শাহাদাৎ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'নেমপ্লেট'।

ফেস্টিভ্যাল চেয়ারম্যান কাজরি মোদক ও ফেস্টিভ্যাল ডিরেক্টর দেবোলীনা মোদক জানান ‌‌‘আয়োজক দেশ ভারত ছাড়াও বাংলাদেশ, আমেরিকা, কানাডা, তুর্কি, ইরান, আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, গ্রিস, মেক্সিকো ও ইংল্যান্ড থেকে মোট ১৬৬ টি সিনেমা হতে জুরি সদস্যদের অভিমতের ওপর ভিত্তি করে ৭০টি সিনেমা প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।’


চলচ্চিত্রটি এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দময়ন্তী ভদ্রের তোলা ফটোগ্রাফি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় চলচ্চিত্রটি, এতে ভয়েস ওভার দিয়েছেন কলকাতার শিল্পী সংঘমিত্রা সাক্সেনা ও চলচ্চিত্রে ব্যাবহৃত রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী অরুণা সরকার। ড্রিম মেকিংয়ের প্রযোজনায় চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। 

উল্লেখ্য, গত বছর এই চলচ্চিত্র উৎসবে প্রতিবেশী দেশ ক্যাটাগরিতে উদয় হাকিমের প্রযোজনা ও জীবন শাহাদাতের পরিচালনায় চলচ্চিত্র 'ছাদবাগান' সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com