ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর হট ফেবারিট দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বড় বড় নামিদামি সব তারকা ও কোচ নিয়ে পুরো আসর মাতিয়ে রাখলেও আইপিএলে সাফল্যের ছোঁয়া পায়নি ব্যাঙ্গালুরু। সাফল্যের খোঁজে এবার বিরাট কোহলিদের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যতম সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।শুক্রবার (৪ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন এই তথ্য জানা গেছে।
জিম্বাবুয়ের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু। ফ্লাওয়ার তিন বছর কোহলিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফ্লাওয়ার লাখনৌ সুপার জায়ান্টাসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে সেই পদ থেকে ছাঁটাই করা হয়। লাখনৌর পদ হারানোর পর দায়িত্ব পেলেন ব্যাঙ্গালুরুর।
এদিকে ফ্লাওয়ারকে দায়িত্ব দিয়ে ব্যাঙ্গালুরু ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি। ৩১ আগস্ট পর্যন্ত হেসনের সঙ্গে চুক্তি ছিল। এ ছাড়া কোচ সঞ্জয় বাঙ্গারকেও না রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্গালুরু।
ঢাকা বিজনেস/এমএ/