আর্জেন্টিনার পর ব্রাজিলের বিদায়


ক্রীড়া ডেস্ক , : 02-08-2023

আর্জেন্টিনার পর  ব্রাজিলের বিদায়

চলমান নারী ফুটবল বিশ্বকাপ থেকে একই দিনে বিদায় ঘণ্টা বাজল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। ব্রাজিলকে রুখে দিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শেষ ১৬তে জায়গা করে নিয়েছে ফিফা র‍্যাংকিংয়ে ৪৩ নম্বরে থাকা জ্যামাইকা। বুধবার (২ জুলাই) বিকেলে মেলবন স্টেডিয়ামে জ্যামাইকার বিপক্ষে ০-০ গোলে ড্র করে আসর থেকে বিদায় নিল ব্রাজিল। 

বাছাইপর্বের জন্য একটি জয়ের প্রয়োজন ছিল জ্যামাইকার, প্রথমার্ধে বল  সিংহভাগ ব্রাজিলের দখলে ছিল। অনেক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা। 

জ্যামাইকার ডিফেন্স  নিজেদের দুর্দান্তভাবে ধরে রেখেছিল যাতে ব্রাজিল সুযোগ তৈরি করতে না পারে। যেমনটি ফ্রান্সের বিপক্ষে ড্রতে ছিল।

এই ড্রে গ্রুপ এফ তে ৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স , ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে  জ্যামাইকা  , ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল ও একটিতেও জয় না পেয়ে শেষে রয়েছে পানামা।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com