প্রযোজক হয়ে ফিরছেন শমী


বিনোদন ডেস্ক , : 02-08-2023

প্রযোজক হয়ে ফিরছেন শমী

শমী কায়সার নামটা শুনলেই নব্বই দশকের কথা মনে পড়ে যায়। জনপ্রিয় এই অভিনেত্রীকে আবার চলচ্চিত্রের মাঠে দেখা যাবে। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ দিয়ে নিজের অঙ্গনে ফিরছেন তিনি।

২০১৮-১৯ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি ‘দিগন্তে ফুলের আগুন’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই ছবির আগে তিনি ‘আলগা নোঙর’ নামের একটি চলচ্চিত্র বানিয়েছেন।

‘দিগন্তে ফুলের আগুন’ ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা হবে। মঙ্গলবার (১ জুলাই) ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে এই ছবির শুটিং।

এ ছবিতে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার ও বিদ্যা সিনহা মিম। অভিনয়শিল্পী নির্বাচনেই অনেক সময় লেগেছে বলে জানান শমী কায়সার।

এ প্রসঙ্গে শমী বলেন, 'পান্না কায়সার সাদামাটা গ্রামের এক মেয়ে, একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিম অনেকখানিই যায়। আর মিমের অভিনয়দক্ষতাও আছে। শহীদুল্লাহ কায়সারের চরিত্রে মনোয়ারকে নেওয়ার বিষয়ে আমাদের ভাবনায় ছিল, ব্যক্তিত্বের যে গভীরতা দরকার, তা তার মধ্যে যথাযথভাবে আছে।'

প্রসঙ্গত, তিন দশকের অভিনয় জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন শমী কায়সার। নাটক ও চলচ্চিত্রের অনেক পরিচালকের সঙ্গেও রয়েছে কাজের অভিজ্ঞতা। বিজ্ঞাপনচিত্র নির্মাণসংক্রান্ত কাজেও তিনি জড়িত ছিলেন।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com