বাগেরহাটে বেকারিকে ভোক্তা অধিকারের জরিমানা


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 01-08-2023

বাগেরহাটে বেকারিকে ভোক্তা অধিকারের জরিমানা

বাগেরহাটের মেয়াদ উত্তীণের তারিখ না থাকা ও কেকে অগ্রিম তারিখ ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির দায়ে  ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে শহরের পিয়াজপট্টি এলাকায়  অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিবালক আব্দুল্লাহ আল ইমরান  তথ্যটি নিশ্চিত করেন।

আব্দুল্লাহ আল ইমরান,বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় সুমন বেকারিকে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ক্ষতিকর রং ও ফ্লেভার ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির মালিক পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে ওই এলাকার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত রাখার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ওষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]