বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের সংগঠন `বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) আয়োজিত উচ্চশিক্ষায় উত্তম চর্চা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিএসপিইউএ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। উপমন্ত্রী বলেন,‘উচ্চশিক্ষার প্রচার-প্রসার, মানোন্নয়ন ও নীতিমালা প্রণয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে। তিনি বিএসপিইউএ'কে পিএইচডি নীতিমালা প্রণয়ন, সেমিস্টার ও ট্রাইমিস্টার পদ্ধতির বিষয়ে সুপারিশ প্রদানের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, পশ্চিমাদের প্রণীত নীতিমালা ও র্যাংকিং পদ্ধতি আমাদের দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কতটুকু কার্যকর তা নিয়ে আমাদের ভাবা দরকার। তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় উত্তম চর্চা এবং স্মার্ট সিটিজেন তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত স্মার্ট বাংলাদেশের ধারণা শিক্ষার্থীদের মাঝে সঞ্চালন করতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। গেস্ট অব অনারের বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, উচ্চশিক্ষায় উন্নত পরিবেশ নিশ্চিতকরণে এনএসইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। তিনি তার প্রবন্ধে দেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পক্ষের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন।
অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক (এমিরেটাস) ড. মো. রিজওয়ান খান, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানি ফকির,কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এএসএম জহিরুল হক, আইইউবেট উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মামুন হাবিব।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বিজ্ঞান ও তথ্য অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।
আলোচনা সভায় শীর্ষস্থানীয় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ডিন ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিএসপিইউএ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি ঘটে।