কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দী। অসংখ্য গান তিনি রেখে গেছেন শ্রোতাদের হৃদয়ে যা চিরকাল বাজবে। চলচ্চিত্রে প্লেব্যাক করেই ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন তিনি। বাংলা সংগীতাঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ভূষিত হন একুশে পদকেও।
২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৪ বছর পর সুবীর নন্দীর কণ্ঠে এসেছে ‘ভাটির গাঙে’ শিরোনামে একটি গান। এটি প্রকাশ হয়েছে ভিডিওতে। সম্প্রতি গানটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও। মৃত্যুর আগে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছিলেন সুবীর নন্দী নিজেই।
গানটি লিখেছেন মাহমুদ মুরাদ। সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। ফোক ধাঁচের এই গানের মডেল হয়েছেন রাকিব হাসান ইবন ও লাবণ্য চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।
গীতিকার মাহমুদ মুরাদ বলেন, ‘২০১৮ সালে গানটি লেখা। তখন আমার কর্মক্ষেত্র ছিল হবিগঞ্জের ভাটি এলাকায়। সুবীর দা নিজেও ওই এলাকার মানুষ ছিলেন। ওই অঞ্চলের মানুষের বিরহ এবং চিরন্তন অনুভূতি কাজ করে, সেগুলো নিয়েই গানটি লেখা হয়েছে।’
গানটি এ প্রজন্মের শ্রোতাদের কাছে সুবীর নন্দীকে নতুনভাবে উপস্থাপন করবে বলে প্রত্যাশা ইমপ্রেস অডিও কর্তৃপক্ষের।
ঢাকা বিজনেস/এন/