নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ফল উৎসব


নরসিংদী সংবাদদাতা , : 01-08-2023

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ফল উৎসব

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ফল উৎসব করেছে নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের দেশি-বিদেশি ফলের সঙ্গে পরিচিত ও পুষ্টিগুণ জানাতে এই আয়োজন করা হয়।

উৎসবটি দেশি-বিদেশি ১৮ প্রজাতির ফল দিয়ে সাজানো হয়। এতে দেশীয় মৌসমী ফল আম, কাঁঠাল, আনারস, লটকন, পেঁপে, তরমুজ, আনারস এবং বিদেশি ফল ড্রাগন, আঙ্গুর, আপেলসহ অনেক প্রজাতির ফল দেখা গেছে।

নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ কে এম হাসানুর রহমান।

এ ছাড়াও, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা ফল উৎসবে উপস্থিত ছিলেন।

ডা. আবু কাউছার সুমন বলেন, ‌‘শিক্ষার্থীদের নানা ফল ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে এমন উৎসব প্রশংসনীয়। 

মাহমুদ/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com