ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করলো ফ্রান্স


ক্রীড়া ডেস্ক , : 29-07-2023

ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করলো ফ্রান্স

চলমান নারী ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হরেছে ব্রাজিল। শনিবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিলের মেয়েরা।

 ম্যাচে বল দখল বা শট, সবদিক থেকে ফ্রান্সই এগিয়ে ছিল। ১৭ মিনিটে তারা গোলও পেয়ে যায়। ব্রাজিল যদিও দ্বিতীয়ার্ধে সে গোল শোধ করেছিল। কিন্তু ম্যাচের শেষভাগে এসে ফ্রান্স ঠিকই জয় তুলে নেয়।

বিস্তারিত আসছে...


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com