মারুফার এবার এসএসসি জয়


ক্রীড়া ডেস্ক , : 28-07-2023

মারুফার এবার এসএসসি জয়

দেশের হয়ে ক্রিকেট জয়ের পর এবার এসএসসি জয় করেছেন জাতীয় নারী দলের ক্রিকেটার মারুফা আকতার। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪ দশমিক ০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন নারী ক্রিকেট দলের পেসার মারুফা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতারের বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার গ্রামে। তার বাবা মো. আইমুল্লাহ একজন সাধারণ কৃষক। খেলাধুলার পাশপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন মারুফা। জাতীয় দলে অনুশীলনের শত ব্যস্ততার মধ্যেও এমন ফলাফলে খুশি তিনি।

ফলাফল প্রকাশের পর মারুফা বলে, ‘অনুশীলনের কারণে পড়াশোনা সেভাবে করতে পারি নাই। মনে করেছিলাম পরীক্ষার ফল ভালো হবে না। কিন্তু আজ ফলাফল শুনে আমি খুব খুশি হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।’

মারুফা আকতারের বাবা মো. আইমুল্লাহ বলেন, ‘মেয়ে আমার খেলাধুলা করেও যে ফলাফল করেছে, তাতে আমি খুশি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আগামী দিনেও সে যেন আরও ভালো ফলাফল করতে পারে।’

মারুফা আকতারের বড় ভাই আল-আমিন ইসলাম বলেন, ‘মারুফাকে আমি সবসময় বলেছি, খেলার পাশাপাশি পড়াশোনাও করতে হবে। খেলার সময় সে যেমন আমার পরামর্শ মেনে চলেছে, পড়ালেখার বেলায়ও সে আমার পরামর্শ মেনে চলেছে। এ জন্য আমি আমার বোনকে নিয়ে গর্বিত।’

অনুর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেয় মারুফা আকতার। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বোলিংয়ের তোপ দেখেছে ভারতীয় নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখে। 

বাংলাদেশ-ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচেও দুই উইকেট নেয় এই তরুণী। তবে শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য মাত্র ৩ রান দরকার, তখন নিজের জাত ভালোভাবেই বুঝিয়েছেন তিনি। দুই রান দেওয়ার পর তৃতীয় বলে ভারতীয় ইনিংসের সর্বশেষ উইকেট তুলে নেন তিনি। এর মাধ্যমে ম্যাচটি টাই হওয়ার পাশাপাশি সিরিজও শেষ হয়েছে সমতায়।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]