টাঙ্গাইলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু


টাঙ্গাইল করেসপন্ডেন্ট , : 27-07-2023

টাঙ্গাইলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাত ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার এবং মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। 

 স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার কনে লিপা আক্তারের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বর টুটুল চৌধুরীর সঙ্গে নিহতরা বর যাত্রী হয়ে তরফপুর গ্রামে যান। কনের বাড়িতে দুপুরের খাবারের পর বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিল পাড়ি দিয়ে পাকা সড়কে যাচ্ছিলেন। এসময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার চেচামেচি করতে থাকেন। এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান। পরে খোঁজাখুঁজি করে স্থানীয়রা ৩ জনের লাশ উদ্ধার করেন। 

তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com