দুর্ঘটনা রোধে ড্রাইভারদের মেডিক্যাল চেকআপ করাবে ফায়ার সার্ভিস


ঢাকা বিজনেস ডেস্ক , : 24-07-2023

দুর্ঘটনা রোধে ড্রাইভারদের মেডিক্যাল চেকআপ করাবে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল গাড়ি চালকের মেডিক্যাল চেকআপ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকার  অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে  দুর্ঘটনাস্থলের যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে  ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি চালক জাহাঙ্গীর হোসেনের (৪৮) মৃত্যু হয়। পানিবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দেয় এতে একজন পথচারী নিহত হন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]