ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক , : 24-07-2023

ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও ১৯ জন। সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

সোমবার (২৪ জুলাই) তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

নৌকা ডুবে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ আরাফাহ বলেন, ‘নিখোঁজ ১৯ জনকে উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।’

স্থানীয় কার্যালয়ের মুখপাত্র ওয়াহিউদিন বলেন, ‘নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসির মুনা দ্বীপের সেন্ট্রাল বুটন রিজেন্সির ল্যানটো এবং লাগিলি গ্রামের মধ্যবর্তী একটি উপসাগর পার হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।’

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com