খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার , : 23-07-2023

খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট রোমের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত খাদ্য সম্মেলনে অংশ নিতে রোমে যাচ্ছেন তিনি। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে শেখ হাসিনার।

প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সফরে জ্বালানি ও সংস্কৃতি নিয়ে দুটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা আছে।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]