কৃষ্ণ সাগরে শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’


আন্তর্জাতিক ডেস্ক , : 22-07-2023

কৃষ্ণ সাগরে শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’

কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’। শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে শুক্রবার (২১ জুলাই) জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা বলেন।

রাশিয়া সোমবার ইউক্রেন শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের দিকে যাওয়া যে কোনো জাহাজকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

এরপরই কিয়েভ রুশ নিয়ন্ত্রিত বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজগুলোর জন্যও সতকর্তা জারি করে।

এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেছেন, ‘কৃষ্ণ সাগরে চলাচলকারী বেসামরিক জাহাজের সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত হুমকিগুলো অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‌‘আমরা কৃষ্ণ সাগরে সমুদ্র মাইন পোঁতার খবর নিয়েও উদ্বিগ্ন, যা বেসামরিক নৌ চলাচলকে হুমকির মুখে ফেলবে।’

ডিকার্লো আরও বলেন, ‘ইতোমধ্যেই বিপদজনক পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এ ধরনের যে কোনো কার্যক্রম থেকে দূরে থাকতে আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।’

রাশিয়া ও ইউক্রেনের শস্য বিশ্ব বাজারে পৌঁছে দিতে জাতিসংঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]