কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫


কক্সবাজার করেসপন্ডেন্ট , : 21-07-2023

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

কক্সবাজারের লাবণী এলাকায় মাইক্রোবাস ও দুই অটোরিকশার সংঘর্ষে আলম রায়হান (২৯) নামে ১ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের লাবণী  পয়েন্টের ইউএন এইচসিআর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।  কক্সবাজার সদর মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, নিহত আলম রায়হান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপির ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে। আহতরা হলেন, সালাউদ্দিন, রুবেল তালুকদার, আতিকুর রহমান, আলম রায়হান ও মশিউর রহমান। তারা সবাই দুই অটোরিকশার যাত্রী ছিলেন।

ওসি বলেন, রাতে একটি মাইক্রোবাস হোটেল থেকে ছেড়ে এয়ারপোর্টে দিকে যাচ্ছিল। এ সময় শহর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আসা আরেকটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। ফলে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলম রায়হানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা বিজনেস/আনাম/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]