ইউক্রেন বন্দরে রুশ হামলায় জাতিসংঘ প্রধানের নিন্দা


আন্তর্জাতিক ডেস্ক , : 21-07-2023

ইউক্রেন বন্দরে রুশ হামলায় জাতিসংঘ প্রধানের নিন্দা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর বন্দর নগরী মাইকোলাইভ   ও অন্যান্য বন্দরে রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গুতেরেস তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, রাশিয়ার ‘এই হামলাগুলো ইউক্রেনের বাইরের দেশগুলোর উপরও প্রভাব ফেলেছে। আমরা ইতোমধ্যে বিশ্বব্যাপী গম ও ভুট্টার দামের ওপর এর একটি নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি যা সকলকে বিশেষকরে বিশ্বে খাদ্য ঝুঁকির মুখে থাকা দরিদ্র মানুষদের ক্ষতির মুখে ফেলে দিয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]