ডিসেম্বরে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার


ঢাকা বিজনেস ডেস্ক , : 02-01-2023

ডিসেম্বরে রেমিট্যান্স এলো  ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার

২০২২ সালের ডিসেম্বরে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ রেমিট্যান্স নভেম্বরের চেয়ে ১৭ কোটি ৪২ লাখ ডলার বেশি।  আগের বছর (২০২১)-এর ডিসেম্বরের চেয়ে ৭ কোটি ডলার বেশি। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে প্রথম দুই মাসে রেমিট্যান্স প্রবাহ সন্তোষজনক ছিল। অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ লাখ ডলার। আর আগস্টে এসেছে ২০৯ কোটি ৬৯ লাখ ডলার।  এরপর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স কমে যায়। ওই মানে মাত্র ১৫২ কোটি ৬৯ ডলার আসে। 

সদ্যবিদায়ী ২০২২ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্সের ছন্দপতন ঘটে। এরপরই সরকারের রেমিট্যান্স বাড়ানোর জন্য বহুমুখী উদ্যোগ নেয়।  এ সময় মানি ট্রান্সফার ও ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসার ক্ষেত্রে ফি মওকুফের ঘোষণা দেয় সরকাল। আরও ঘোষণা দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ রেমিট্যান্স পাঠাতে অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত টাকা পাঠানো সুবিধার কথা প্রচারের পাশাপাশি হুন্ডির মাধ্যমে পাঠানোর কুফল সম্পর্কে প্রবাসীদের সচেতন করা হয়। এসব উদ্যোগের পরবর্তী মাস থেকে বাড়তে শুরু করে। ডিসেম্বর মাসে এসে একটি  দৃশ্যমান ভালো অবস্থানে এসে দাঁড়ায়।

ঢাকা বিজনেস/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com