টাঙ্গাইলে উদ্যোক্তার পাশে জেলা প্রশাসক


টাঙ্গাইল করেসপন্ডেন্ট , : 20-07-2023

টাঙ্গাইলে উদ্যোক্তার পাশে জেলা প্রশাসক

টাঙ্গাইলে একজন সফর উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

বুধবার (১৯ জুলাই) বিকালে হালিমা বেগম নামের একজন সফল নারী উদ্যোক্তাকে সহায়তা করেন তিনি। হালিমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার রাবনা নয়াপাড়া গ্রামে৷  

এসময় হালিমা বেগম বলেন, ‘আমি অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করে বিষমুক্ত শাক-সবজি উৎপাদন করি। জেলা প্রশাসক আমাদের মতো উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে থাকেন। জেলা প্রশাসকের অনুপ্রেরণায় অনেক উদ্যোক্তা এখন যে কোনো কাজ করার সাহস পান৷’ 

এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘উদ্যোক্তারা আমাদের দেশের গর্ব। তারা নতুন নতুন পণ্য তৈরি করেন৷ তাদের অনেক পণ্য বিদেশিদের আকৃষ্ট করে৷ উদ্যোক্তাদের ভালো কাজে আমরা সবসময়ই পাশে আছি৷’ 

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com