সোনাদিয়ায় রাত্রিযাপনে নিষেধাজ্ঞা


কক্সবাজার সংবাদদাতা , : 02-01-2023

সোনাদিয়ায় রাত্রিযাপনে নিষেধাজ্ঞা

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে নতুন বছর ২০২৩ সালের প্রথম দিন থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে বহিরাগতদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী। 

তিনি বলেন, বিশেষ প্রয়োজনে বহিরাগত কারো রাত্রিযাপন করতে হলে অনুমতি নিতে হবে। তবে দিনের বেলা সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোন বাঁধা নেই। কিন্তু তাদের বিকাল ৪টার মধ্যে সোনাদিয়া দ্বীপ থেকে ফিরে আসতে হবে।

তিনি জানান, বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে দিচ্ছেন তাদের সেটা বন্ধ করতে হবে। অন্যথায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। কারণ বহিরাগত পর্যটকরা সেখানে গিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে লিপ্ত হন। এমনকি ইয়াবা কেনাবেচার অভিযোগও ওঠে। এছাড়াও এক সময় সোনাদিয়া দ্বীপে ফুসলিয়ে মানুষ নিয়ে গিয়ে মালয়েশিয়া পাচার করা হতো।

এদিকে সোনাদিয়া দ্বীপে সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে একটি সূত্র।

তাফহীমুল/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com