সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ফুল প্যানেল নির্বাচনের আহ্বান মীর নিজামের


স্টাফ রিপোর্টার , : 19-07-2023

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ফুল প্যানেল নির্বাচনের আহ্বান মীর নিজামের

ভোটাধিকার আদায়ের পক্ষের শক্তি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যদের (জিবি মেম্বার) ঢল নেমেছে। ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির আসন্ন নির্বাচন সামনে রেখে শুক্রবার (১৪ জুলাই) দিনব্যাপী মুন্সীগঞ্জের ইছাপুরের ঢালীস আম্বার নিবাস পিকনিক স্পটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে শত শত জিবি মেম্বার অংশগ্রহণ করেন। 

ভোটাধিকার আদায়ে সফল হওয়ায় সম্মিলিত ব্যবসায়ীদের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার তৈরি হয়েছে বলে দাবি করছেন জিবি সদস্যরা। তাঁরা আশা করছেন এ পরিষদের আহবায়ক ও প্যানেল লিডার মীর নিজাম উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মুনতাকিম আশরাফ ও যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন রাজেশের নেতৃত্বে অ্যাসোসিয়েশন গ্রুপের ফুল প্যানেল নির্বাচিত হবেন। নির্বাচনে ২৩টি পদের বিপরীতে এ পরিষদ ২৩ পদে বিজয়ী হবেন।

সম্মিলিত ব্যবসায়ীদের যে কোনো অনুষ্ঠানে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এর আগে ঢাকার অফিসার্স ক্লাবে প্রার্থী পরিচিত সভা অনুষ্ঠানে জিবি মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় জিবি মেম্বাররা বলছিলেন, ভোটাধিকার আদায়ের পক্ষের শক্তি সম্মিলিত ব্যবসায়ী পরিষদকেই তাঁরা নির্বাচিত করবেন। কারণ, তাঁরাই আপোষ না করে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন। চাইলে তাঁরা আপোষ করে সিলেকশনের মাধ্যমে পরিচালক হতে পারতেন। কিন্তু তাঁরা ভোটারদের স্বার্থে সেই পথে হাঁটেননি। 

ঢালীস আম্বার পিকনিক স্পটে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আবারও সদস্যরা ভোট দিয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে বিজয়ী করতে প্রুতিশ্রুতি দিয়েছেন। এ পরিষদের প্যানেল লিডার মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট এফবিসিসিআই দরকার। কারণ, ব্যবসায়ীরাই বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করেন। দেশের উন্নয়নে সরকারকে বেশি রাজস্ব দেন। এই বাস্তবতায়, এফবিসিসিআইতে প্রকৃত ও খাতভিত্তিক সঠিক নেতৃত্ব প্রয়োজন। এ কারণেই আমরা সিলেকশনের পরিবর্তে নির্বাচন চেয়েছি। আমাদের সবার দাবির মুখে নির্বাচন হচ্ছে। তাই, জিবি মেম্বারদের অনুরোধ করবো, নির্বাচনের এই ধারা অব্যাহত রাখতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করুন। আমাদের ২৩ জন প্রার্থীকেই ভোট দিয়ে ফুল প্যানেল নির্বাচিত করুন।’ 


মুনতাকিম আশরাফ বলেন, ‘আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এ কারণে আমাদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এবার আপনাদের ভোট দেওয়ার পালা।’ 

নিজাম উদ্দিন রাজেশ বলেন, ‘সব বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনের দ্বার উন্মুক্ত হয়েছে। কিন্তু তাদের (প্রতিপক্ষ প্যানেল) ষড়যন্ত্র বন্ধ হয়নি। তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ বিজয়ী হবে বলে আশা করছি।’ 

এ পরিষদের অন্যতম পরিচালক প্রার্থী ও ভিসতা ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, ‘জিবি মেম্বারদের দীর্ঘ দিনের প্রাণের দাবি সরাসরি নির্বাচন। আমরা সব বাধা পেরিয়ে তাঁদের সেই দাবি পূরণ করতে সক্ষম হয়েছি। এবার ভোটারদের কাছে দাবি থাকবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ফুল প্যানেল বিজয়ী করা।’

এদিকে, দিনব্যাপী এই অনুষ্ঠানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল র ্যাফেল ড্র ও লটারি অনুষ্ঠান। এছাড়া, অনুষ্ঠানে নানা আইটেমের বাহারি সব খাবার-দাবারের ভরপুর আয়োজন ছিল।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com