দুই-একদিনের মধ্যেই উৎপাদনে যাচ্ছে রামপাল


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 19-07-2023

দুই-একদিনের মধ্যেই উৎপাদনে যাচ্ছে রামপাল

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জোরেশোরে চলছে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদন করার যন্ত্র) মেরামতের কাজ। দু’একদিনের মধ্যেই ফের কেন্দ্রটির উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। 

এর আগে টারবাইন ত্রুটির কারণে গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বন্ধ রয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘টারবাইন ত্রুটির কারণে গত ১৬ জুলাই থেকে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে ‘ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড’র প্রকৌশলীরা টারবাইন মেরামতের কাজ করছেন। মেরামত শেষে আগামী দু’একদিনের মধ্যেই কেন্দ্রটি চালু করা যাবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।’

এর আগে কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে গত ১০ জুলাই চালু হয় কেন্দ্রটি। কিন্তু চালু হওয়ার ৬ দিনের মাথায় কেন্দ্রটির টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই থেকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে তা সরবরাহ। এর আগেও যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণসহ নানা সমস্যায় কয়েক দফায় বন্ধ থাকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর। আর দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে চলতি বছরের সেপ্টেম্বরে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বাপ্পা/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]