ববির ১৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রযুক্তি ফেলোশিপ


ববি প্রতিনিধি , : 01-01-2023

ববির ১৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রযুক্তি ফেলোশিপ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৭ জন শিক্ষার্থী। ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের এ ফেলোশিপ প্রদান করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরে গণিত বিভাগ থেকে ২ জন, রসায়ন বিভাগ থেকে ৮ জন, পদার্থ বিজ্ঞান থেকে ৪ জন এবং ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ৩ জনসহ মোট ১৭ জন এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্তরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিন ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে।

বাকী বিল্লাহ/এম 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com