ডেঙ্গু রোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৯ নির্দেশনা


স্টাফ রিপোর্টার , : 17-07-2023

ডেঙ্গু রোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৯ নির্দেশনা

এডিস মশাবাহিত ডেঙ্গু বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংলগ্ন জায়গায় সচেতনতামূলক ব্যবস্থা নিতে আবারও ৯টি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষক-শিক্ষার্থীসহ অধিদপ্তরের অধীন সব অফিসের কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বছর বর্ষা আসার আগে থেকেই এডিস মশাবাহিত এ রোগ প্রকট আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ হাজার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে-

১. শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংলগ্ন আশেপাশে স্বচ্ছ পানি জমার সম্ভাবনাময় জায়গা চিহ্নিত করে একদিন পরপর তা পরিষ্কার করতে হবে।

২. অব্যবহৃত পানির পাত্র ধ্বংস বা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে।

৩. অব্যবহৃত হাই কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে; লো-কমোডের প্যানে হারপিক ঢেলে বস্তা বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে।

৪. কোন জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে বা জমা পানি নিষ্কাশন করতে হবে।

৫. দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

৬. ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি করপোরেশন/পৌরসভার সঙ্গে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৭. ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকতে হবে।

৮. শিক্ষার্থীদের প্রত্যহ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ অবহিত করতে হবে।

৯. ওপরের সব বিষয়গুলো বাস্তবায়নে আপনার ব্যক্তিগত উদ্যোগ রাখতে হবে।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]