টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 16-07-2023

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।   রোববার (১৬ জুলাই) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  

প্রথম ম্যাচে দুই উইকেটের জয়ে সিরিজে এগিয়ে সাকিরের দল। ওই এক জয়ে টাইগারদের সামনে এখন আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। শেষ খেলায় জিতলেই সিরিজ হবে টাইগারদের। তবে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই। তাই অনেকটা নিরাপদ অবস্থানে থেকে ও মানসিক স্বস্তি নিয়েই এদিন মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ঢাকা বিজনেস/এমএ/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]