টাঙ্গাইলে টিসিবির পণ্য বিতরণ শুরু


টাঙ্গাইল প্রতিনিধি , : 16-07-2023

টাঙ্গাইলে টিসিবির পণ্য বিতরণ শুরু

টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি চাল, ৬০ টাকা কেজি মশুর ডাল ও ১০০ টাকা লিটার করে পণ্য পাবেন। সদর উপজেলায় ২৬ হাজার ১৪ জন, বাসাইল উপজেলায় ৬ হাজার ৮৫১ জন, ভূঞাপুর উপজেলায় ৯ হাজার ৮৯৬ জন, দেলদুয়ার উপজেলায় ৮ হাজার ৬৬৫ জন, ধনবাড়ী উপজেলায় ৮ হাজার ৮১৯ জন, ঘাটাইলে ১৪ হাজার ৯০১ জন, গোপালপুরে ১৩ হাজার ১৩ জন, কালিহাতীতে ২০ হাজার ৫১৩ জন, মধুপুরে ১৬ হাজার ৭০২ জন, মির্জাপুরে ১৫ হাজার ৪১৪ জন, নাগরপুর ১৬ হাজার ৪২৯ ও সখীপুরে ১১ হাজার ৪৯৪ জন মানুষ টিসিবির পণ্য পাবেন।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, 'সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি উপকারভোগী মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হলো।' 

জেলা প্রশাসক আরও বলেন, 'প্রতিটি উপজেলায় টিসিবি’র পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন। টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি করা যাবে না। এক ব্যক্তি দুইবার এ পণ্য পাবেন।' 

সদর উপজেলা নির্বাহী হাসান বিন আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভির হাসান ফেরদৌস নোমান প্রমুখ।

ঢাকা বিজনেস/নোমান/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]