মেহেজাবিনের ‘আমি কী তুমি’


বিনোদন ডেস্ক , : 16-07-2023

মেহেজাবিনের ‘আমি কী তুমি’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী। বর্তমানে কাজ অনেকাংশেই কমিয়ে দিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। 

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। অনুষ্ঠান শেষ হলেও অবকাশ যাপন শেষ হয়নি তার। এখনো ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে। তবে আলোচনার মধ্যে আছেন তিনি।

শীঘ্রই আসতে যাচ্ছে তার নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার। মাথায় ফুল, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে যেন নতুন এক রূপে হাজির হয়েছেন মেহজাবিন। 

জানা গেছে, ভিকি জাহেদের পরিচালিত এ সিরিজটির ‘তিথি’ চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এ কাজটি আমার সাম্প্রতিক সময়ের কাজের থেকে বেশ ভিন্ন। থ্রিলার-হরর থেকে বেরিয়ে আমি এবার রোমান্টিক-ড্রামা বেছে নিয়েছি। তবে সাসপেন্স থাকবে। পুরো কাস্ট সম্পর্কে এখনই কিছু বলতে পারব না। ধীরে ধীরে জানবে সবাই। তবে দেশের খুব শক্তিশালী অভিনয়শিল্পীদের নিয়ে কাজটা করার সুযোগ পেয়েছি। আমি আশাবাদী কাজটা দর্শকদের ভালো লাগবে।’ 

এদিকে এর আগেও এই নির্মাতার ‘দ্য সাইলেন্স’ ও ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন মেহজাবিন। ঈদুল আজহায় তার অভিনীত ‘পুনর্জন্ম: অন্তিম পর্ব’ বেশ আলোচনা সৃষ্টি করেছে। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com