হ্যাটট্রিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন আজ বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক , : 16-07-2023

হ্যাটট্রিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন আজ বাংলাদেশের

সফররত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ফর্মে ফিরেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিকের পরও ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। এবার দ্বিতীয় ও শেষ ম্যাচে জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জিততে চায় বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানের দল।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচটি গাজী টেলিভিশন ও টি স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে।

টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেক হয়েছিল বাংলাদেশের। এরপর নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধু একবার হ্যাটট্রিক সিরিজ জিতেছিল টাইগাররা। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিল লাল সবুজের দল।

এবছর টি-টোয়েন্টিতে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। এবার আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিততে চান সাকিবরা।

বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

আফগানিস্তানের স্কোয়াড 

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ শাহজাদ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন-উল হক, নূর আহমদ ও ওয়াফাদার মোমান্দ।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com