হৃদয়-শামীমের ব্যাটে জয়ের পথে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 14-07-2023

হৃদয়-শামীমের ব্যাটে জয়ের পথে  বাংলাদেশ

ব্যাট হাতে শুরুতে চাপে পড়েছিল আফগানিস্তান। ধাক্কা সামলে ১৫৪ রান তুলেছে তারা। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। যে চাপ সামলে নিয়েছেন তরুণ হৃদয় ও শামীম।  

বাংলাদেশ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে। ক্রিজে থাকা তাওহীদ হৃদয় ২৫ ও শামীম পাটোয়ারি ১৯ রান করেছেন। 

এর আগে ওপেনার রনি তালুকদার ৪ রান করে আউট হন। নাজমুল শান্ত ১২ রান করে সাজঘরে ফেরেন। লিটন দাস আউট হন ১৯ বলে ১৮ রান করে। ভরসা দেওয়া অধিনায়ক সাকিব ১৭ বলে ১৯ রান করে আউট হয়েছেন। 

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৫৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩ ও আজমতুল্লাহ ওমরজাই ১৮ বলে চারটি ছক্কায় ৩৩ রান যোগ করেন। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com