এক কালো পোপা মাছের দাম ৭ লাখ টাকা?


কক্সবাজার করেসপন্ডেন্ট , : 14-07-2023

এক কালো পোপা মাছের দাম  ৭ লাখ টাকা?

কক্সবাজারের টেকনাফের সাবরাং বাহারছড়া এলাকায় ছৈয়দ আহমেদ নামে একজন ট্রলার মালিকের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজন একটি 'কালো পোপা'। মাছটির দাম উঠেছে ৭ লাখ টাকা। শুক্রবার (১৪ জুলাই) ভোরে উপজেলার সদর ইউপির হাবিবপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ট্রলার মালিকের জালে মাছটি ধরা পড়ে। মৎস্য ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি নুরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এই মাছের চাহিদা রয়েছে। এর বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি। বায়ুথলি বেশ মূল্যবান বলে পোপা মাছের দাম অনেক বেশি।

ট্রলারের চালক (মাঝি) মোহাম্মদ উল্লাহ বলেন, ‘আজ সকালে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের দিকে রওনা দেই। এর মধ্যে বারোবাইন  এলাকায় গিয়ে জেলেরা জাল ফেলেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি বড় কালো পোপা মাছ আটকা পড়ে।’

ট্রলারের মালিক সৈয়দ আহমদ বলেন, ‘আবদুর রহমান ও মোহাম্মদ ফারুক নামের দুই মাছ ব্যবসায়ী ৪ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। আরও বেশি দামের জন্য সন্ধ্যায় মাছটি কক্সবাজার ও চট্টগ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা ৭ লাখ টাকা হলে বিক্রি করবো। ’

ঢাকা বিজনেস/আনাম/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]