ফের জুটিবদ্ধ নিরব-স্পর্শিয়া


বিনোদন ডেস্ক , : 14-07-2023

ফের জুটিবদ্ধ নিরব-স্পর্শিয়া

বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী স্পর্শিয়া এবং অভিনেতা নিরব। গত মাসেই মুক্তি পেয়েছে এই জুটি অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’। চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় নির্মিত এ সিনেমার মাধ্যমে জুটি বাঁধেন এ দুই অভিনয়শিল্পী। সম্প্রতি নতুন একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

সিনেমার নাম ‘সুস্বাগতম’। এটি পরিচালনা করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মাপাড়ের লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

একটি মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এতে নিরব ও স্পর্শিয়া দুজনকেই দ্বৈত চরিত্রে দেখা যাবে।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com