নরসিংদীতে বাসের ধাক্কায় মাইক্রোবাস-চালক নিহত


নরসিংদী প্রতিনিধি , : 10-07-2023

নরসিংদীতে বাসের ধাক্কায় মাইক্রোবাস-চালক নিহত

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাফেজ আলিম (৪৫) নামে এক মাইক্রোবাস-চালক  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের সদর উপজেলার বাগহাটা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই নূরুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিদেশফেরত যাত্রীসহ স্বজনদের নিয়ে সিলেটগামী একটি মাইক্রোবাস বাগহাটা এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের যাত্রীবাহী বাস সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক হাফেজ আলিম নিহত হন। এ সময় আহত হন মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। 

এস আই বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত তিন জনকে সদর হাসপাতালে চিকিংসা দেওয়া হচ্ছে।

ঢাকা বিজনেস/মাহমুদ/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]