‘বন্দুকযুদ্ধে’ আরসার শীর্ষ কমান্ডার নিহত


কক্সবাজার করেসপন্ডেন্ট , : 10-07-2023

‘বন্দুকযুদ্ধে’ আরসার শীর্ষ কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে  আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ কমান্ডার হোসেন মাঝি নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) ভোরে ১৭-নম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭৯ ব্লকে এই ঘটনা ঘটে। ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এই তথ্য জানিয়েছেন।

হারুন অর রশীদ জানান, হোসেন মাঝি আরসার শীর্ষ কমান্ডার। তার নেতৃত্বে ৫টি ক্যাম্প পরিচালিত হয়। সোমবার ভোরে ৮-নম্বার ক্যাম্পে নিয়মিত অভিযান চালানোর সময় হঠাৎ খবর আসে ক্যাম্প ১৭-তে আরসা সন্ত্রাসীরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। 

এপিবিএন অধিনায়ক আরও বলেন, এপিবিএন সদস্যরা সেখানে গেলে তাদের ওপর  অতর্কিত গুলি চালায় আরসা। এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।   

হারুন অর রশীদ আরও বলেন,  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঢাকা বিজনেস/আনাম/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com