৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৫ হাজার কোটি টাকা


স্টাফ রিপোর্টার , : 09-07-2023

৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৫ হাজার কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার  পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা। রোববার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, জুলাই মাসের প্রথম ৭ দিনে মোট ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার এসেছে দেশে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশিখাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ মার্কিন ডলার।

গত মাসে (জুন) ঈদুল আজহা উপলক্ষ্যে রেমিট্যান্স প্রবাহ ব্যাপকহারে বাড়ে। মাসটিতে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

সদ্য বিদায়ী অর্থবছরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা জেলার প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে পার্বত্য অঞ্চলের জেলা বান্দরবানে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত সময়ে ঢাকা জেলায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ৬৯৬ কোটি ৭৩ লাখ ডলার। আর বান্দরবানে এসেছে মাত্র ১ কোটি ৯৯ লাখ ডলার।

ঢাকা বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com