টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গু রোগী


টাঙ্গাইল করেসপন্ডেন্ট , : 09-07-2023

টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গু রোগী

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। জেলায় এখন পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। শনিবার (৮ জুলাই) পর্যন্ত শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তরা বেশির ভাগই ঢাকায় ছিলেন। পৌরবাসীর দাবি, এলাকার ড্রেন পরিষ্কার করার পাশাপাশি খানাখন্দ ও ডোবায় জমে থাকা ময়লা পানি নিষ্কাশন করলে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমবে। 

হাসপাতাল সূত্র জানায়, গত জুন থেকে চলতি ৮ জুলাই পর্যন্ত হাসপাতালে ২৬ জন ভেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে যান। বর্তমানে জেনালের হাসপাতালে ২ জন এবং শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

সরেজমিনে দেখা যায়, ডেঙ্গু রোগীর জন্য আলাদাভাবে মশারির ব্যবস্থা করেছে কর্র্তৃপক্ষ। চিকিৎসকও রোগীকে পরামর্শ দিচ্ছেন। 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা বলেন, হঠাৎ করে জ্বর আসলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু রোগ ধরা পড়ে। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। 

শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিরত কলেজ শিক্ষার্থী রিফাত মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনাতে আসি। আসার পর আমার জ্বর অনুভব হয়। এরমধ্যে আমার বাবা ও ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। আমি ২ জুলাই শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে চিকিৎসক টেস্ট করে আমার ডেঙ্গু শনাক্ত করে। তবে বর্তমানে আমি সুস্থ রয়েছি।’ 

শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, ‘আমাদের এখানে ডেঙ্গু আক্রান্ত ৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। বর্তমানে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন। আমরা আক্রান্ত রোগীদের শতভাগ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি।’ 

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বর্তমানে আক্রান্ত বেশির ভাগ রোগীই ঢাকায় বসবাস করছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। প্রয়োজেন রাতে ঘুমের সময় কয়েল কিংবা মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু রোগীর মূল লক্ষ্মণ হলো- তীব্র জ্বর, মাথা-শরীর এবং হাড়ে ব্যথা থাকবে। এমন লক্ষ্মণ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে পরামর্শ নিতে হবে।’ 

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com