হাউজবোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা, পর্যটকদের ক্ষোভ


জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ , : 09-07-2023

হাউজবোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা, পর্যটকদের ক্ষোভ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটের (নৌকা) ওয়াশরুমে গোপন ক্যামেরা ধরা পড়েছে।  বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। তারা বলছেন, হাওরে বেড়াতে এসে নিজেদের সম্ভ্রম নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। এমন পরিস্থিতি হলে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা নিয়ে চিন্তা করতে হবে। 

পর্যটকসহ স্থানীয়দের অভিযোগ, পর্যটকবাহী হাউজবোটগুলোর দিকে কঠোর নজরদারির পাশাপাশি এসব দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য নিরাপদ করতে হবে। 

সোমবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী ‘স্বপ্ন হাউজবোট’ নামে পর্যটকবাহী নৌকার ওয়াশরুমে থাকা গোপন ক্যামেরা সাজিদুর রহমান নামে একজন পর্যটকের নজরে আসে।

সাজিদুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করার জন্য স্বপ্ন হাউজবোটে উঠি। হাউজবোটের ওয়াশরুমের এক কোণায় কাপড়ের টুকরা আমার চোখে পড়ে। সেই কাপড়ের টুকরাটি হাতে নিয়ে খুলে দেখি তাতে গোপন ক্যামেরা রাখা। এটি খুবই জঘন্যতম কাজ।’

একজন নারী পর্যটক বলেন, ‘হাউজবোট নিরাপদ মনে করে বেশি ভাড়া দিয়ে ভ্রমণ করি। আমরাও উঠেছিলাম। গোপন ক্যামেরাতো নারী পর্যটকদের জন্য বিপদজনক, সহজে ব্ল্যাকমেইল করার মতো একটি উপায়। বেড়াতে এসে এখন নিজেদের সম্ভ্রম নিয়ে দুশ্চিন্তায় আছি। এমন পরিস্থিতি হলে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা নিয়ে চিন্তা করতে হবে। আর এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

স্বপ্ন হাউজবোটের ম্যানেজার সোহেল আহমদ বলেন, ‘আমি বোটে ছিলাম না। কে বা কারা ক্যামেরাটি রেখেছে, জানি না। এই বিষয়টি শুনেই ঢাকা থেকে আসছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন, ‘এই ঘটনাটি শুনেছি, এটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com