জুটি বাঁধছেন কার্তিক-শ্রদ্ধা


বিনোদন ডেস্ক , : 09-07-2023

জুটি বাঁধছেন কার্তিক-শ্রদ্ধা

অভিনেতা কার্তিক আরিয়ান, বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সম্প্রতি মুক্তি পেয়েছিল এই অভিনেতার সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। বক্স অফিসে সফল সিনেমাটি। এই সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। তবে শেষ পর্যন্ত ছবিতে নায়িকা হিসেবে জায়গা করে নেন অভিনেত্রী কিয়ারা আডবানি।

সত্য প্রেম কি কথা মুক্তি পেতে না পেতেই মিলল নতুন খবর। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় নতুন সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ জুটি বাঁধছেন কার্তিক-শ্রদ্ধা।

ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুকও। তাতেই নির্মাতারা জানিয়েছেন, আগামী বছর ১৪ জুন মুক্তি পাবে চন্দু চ্যাম্পিয়ন। জানা যাচ্ছে, চন্দু চ্যাম্পিয়ন ছবিতে প্রথমবার কার্তিক আরিয়ানের নায়িকা হতে চলেছেন শ্রদ্ধা কাপুর।

সম্প্রতি চন্দু চ্যাম্পিয়ন ছবির শুটিংও শুরু হয়ে গেছে। কলাকুশলীরা জানাচ্ছেন, কার্তিকের সঙ্গে চন্দু চ্যাম্পিয়ন ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন শ্রদ্ধা কাপুর। পাশাপাশি ছবিতে দেখা যাবে আরও অনেক বলিউড তারকাকে। ২০২৪ সালের ১৪ জুন বড়পর্দায় মুক্তি পাবে চন্দু চ্যাম্পিয়ন।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com