গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ৩০ জন গুরুতর আহত হন।
শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাখালি বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের জহুরুল ইসলাম (৪৫) ও বাকীদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী যাত্রী ভর্তি একটি ট্রাক গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ওপর থাকা তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় বাস-ট্রাকের আরও অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে। এছাড়া থানা পুলিশের সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দিয়েছিলেন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, বগুড়া শমেক হাসপাতালসহ স্থানীয় স্বাহ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।’
জাকির/এইচ