তামিমকে বিদায় জানালেন লাসিথ মালিঙ্গা


ক্রীড়া ডেস্ক , : 07-07-2023

তামিমকে বিদায় জানালেন লাসিথ মালিঙ্গা

বাংলাদেশ ক্রিকেটের এক কিংবদন্তির নাম তামিম ইকবাল। একটা সময় বাংলাদেশ দলে যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না। তামিমই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন এই বাঁ-হাতি ব্যাটার।

১৬ বছরের ওপেনিং ক্যারিয়ারে অনেক সঙ্গী এসেছেন গেছেন কিন্তু ঢাল হয়ে বাংলাদেশ দলের ভরসা ছিলেন তামিম। তবে এই তারকা বোর্ডের প্রতি চরম অভিমানে বৃহস্পতিবার (০৬ জুলাই) চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবসরের ঘোষণা দেন। 

তামিমের বিদায় মেনে নিতে পারছেন না তার অনেক সতীর্থ। মাশরাফি, মুশফিক,সাকিব, মাহমুদউল্লাহ, সবাই তামিম ইস্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন। সে তালিকায় যুক্ত হয়েছে ভিনদেশি ক্রিকেটাররাও।  আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও।

তামিমের অবসরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার নিজের টুইটারে তামিমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী বার্তা দিয়েছেন সাবেক লঙ্কান তারকা। টুইটারে  ইয়র্কার কিং লিখেছেন, 'অবসর শুভ হোক, তামিম। বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি তিনি, যেকোনো ফরম্যাটে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক, মাঠ ও মাঠের বাইরে দারুণ ভদ্রলোক। বাংলাদেশ ক্রিকেট ও বিশ্ব ক্রিকেটে অবদান রাখায় তোমার গর্ববোধ করা উচিত।' 

মালিঙ্গা ছাড়াও তামিমের অবসরে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তামিমকে বিদায়ী বার্তা দিয়েছেন লঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেও। দুজনেই নিজেদের টুইটারে পোস্ট করে বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকা বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com