পিএসজির নতুন কোচ এনরিকে


ক্রীড়া ডেস্ক , : 06-07-2023

পিএসজির নতুন কোচ এনরিকে

ক্রিস্তোফার গালতিয়েকে বরখাস্ত করার পর নতুন কোচ নিয়োগ দিয়েছে পিএসজি। দুই বছরের চুক্তিতে পিএসজির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে।

চুক্তির মেয়াদের এক বছর বাকি থাকতেই বুধবার (৫ জুলাই) গালতিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় পিএসজি। এর কয়েক ঘন্টা পরই এনরিকেকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে জানায় প্যারিসের ক্লাবটি।

ইএসপিএন-এর খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতেই এনরিকের সঙ্গে চুক্তিতে পৌঁছায় পিএসজি। তা আনুষ্ঠানিকভাবে জানানোর আগে কেবল গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের অপেক্ষায় ছিল তারা।

কোচ হিসেবে সর্বশেষ স্পেন জাতীয় দলের দায়িত্বে ছিলেন এনরিকে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত স্পেনের ডাগআউট সামলান তিনি। কাতার বিশ্বকাপে দলটি ভালো কিছু করতে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান এনরিকে। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ।

বার্সেলোনাতে তিন বছর কোচের দায়িত্বে ছিলেন এনরিকে। প্রথম মৌসুমেই দলটিকে জেতান ‘ট্রেবল’। তার হাত ধরে পরে আরও একবার লা লিগা, আরও দুবার কোপা দেল রে শিরোপা জেতে কাম্প নউয়ের দলটি।

এর আগে স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগো ও সেরি আর দল রোমার দায়িত্বেও ছিলেন এনরিকে।

পিএসজিতে এনরিকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দল নতুন করে সাজানো এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালো করা। খেলোয়াড় কেনায় কাড়ি কাড়ি অর্থ ঢেলেও ইউরোপ সেরার মঞ্চে শিরোপার স্বাদ পায়নি দলটি। এই প্রতিযোগিতায় ব্যর্থতার জন্য চাকরি হারিয়েছেন একের পর এক কোচ।

সবশেষ মৌসুমের পর পিএসজি ছেড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোস।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com